![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-06%252Fetyb9py1%252Fgmail.jpg%3Frect%3D2%252C0%252C1688%252C1125%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
নতুন নকশায় আসছে জিমেইলের সামারি কার্ড
প্রথম আলো
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২১:৫৮
জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন সামারি কার্ড যোগ করছে গুগল। নতুন নকশার সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে তাঁদের ইনবক্সে থাকা অসংখ্য তথ্য সংক্ষেপে জানতে পারবেন।
বিভিন্ন ই–মেইল সম্পর্কে সংক্ষেপে ও সহজে জানতে জিমেইলে সামারি কার্ড সুবিধা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এই সামারি কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা অর্ডার, প্যাকেজ অনুসরণ বা ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সংক্ষেপে জানতে পারেন। এখন তথ্য দেখানোর প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করতে শ্রেণিভেদে জিমেইলের সামারি কার্ডের হালনাগাদের জন্য কাজ করছে গুগল। নতুন কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। সবচেয়ে জরুরি তথ্য বড় অক্ষরে লিখে তুলে ধরা হবে।