You have reached your daily news limit

Please log in to continue


নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ২৭টি দল। গতকাল শুক্রবার থেকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এবং অনলাইনে একসঙ্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত টানা ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নেন। আজ শনিবার রাতে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিযোগিতায় ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে কোয়ান্টাম ভয়েজার্স, টিম টাইটান ও টিম হাইড্রো (ভার্চ্যুয়াল)। ঢাকার বাইরে বরিশাল অঞ্চলে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে টিম ফিনিক্স, অ্যাকোয়া-অ্যাগ্রোপ্রেডিক্টা ও টিম ইয়টাবাইট, চট্টগ্রাম অঞ্চলে আরবান ইউটোপিয়ানস (ভার্চ্যুয়াল), টিম ব্লুসেন্ট্রি ও টিম রিকারশন, কুমিল্লা অঞ্চলে টি মাইনাস জিরো (ভার্চ্যুয়াল), হেলিও আলকেমিস্ট (ভার্চ্যুয়াল) ও আপ এক্সোভার্স (ভার্চ্যুয়াল), খুলনা অঞ্চলে টিম অ্যাটলাস, টিম নভাফ্লেয়ার ও গ্লোবাল প্রোটেক্টর, ময়মনসিংহ অঞ্চলে ইকোরেঞ্জার্স (ভার্চ্যুয়াল), মনসুনফাইভ ও লুনার_হার্ভেস্টার্স (ভার্চ্যুয়াল)। রংপুর অঞ্চলে টিম ইনোভেটর্স বিডি (ভার্চ্যুয়াল), টিম নভোচারী ও এগ্রি ভিশন, রাজশাহী অঞ্চলে এনভো_ফাইটার্স (ভার্চ্যুয়াল), কোডব্ল্যাক (ভার্চ্যুয়াল) ও দ্য অর্বভেঞ্জার্স (ভার্চ্যুয়াল) এবং সিলেট অঞ্চলে টিম ওআরসিএ (ভার্চ্যুয়াল), টিম নভো ও সাস্ট ব্রেইনস্টর্মারস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন