You have reached your daily news limit

Please log in to continue


৬ রুটে নৌযান চলাচল আজও বন্ধ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে উপকূলীয় ছয় রুটের নৌযান চলাচল আজ শনিবারও বন্ধ থাকছে। শনিবার বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে এ ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার থেকেই প্রায় সারা দেশে বৃষ্টি হচ্ছে। এদিকে শনিবার সকাল থেকে ঢাকায়ও টানা বৃষ্টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন