স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন এসেনসিয়াল ড্রাগসে ৩ হাজারের বেশি বাড়তি লোক

প্রথম আলো প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১৬:২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উৎপাদনক্ষমতা অনুযায়ী জনবল দরকার সর্বোচ্চ আড়াই হাজার। কিন্তু সেখানে কাজ করেন ৫ হাজার ৬০০ মানুষ। তিন হাজারের বেশি বাড়তি লোক নিয়োগ দেওয়া হয়েছে সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এহসানুল কবিরের সময়। অভিযোগ আছে, অর্থের বিনিময়ে বাড়তি নিয়োগ হয়েছে।


ইডিসিএলে শুধু নিয়োগ নয়, অনিয়ম–দুর্নীতি হয়েছে মালামাল ক্রয় ও ব্যবসার ক্ষেত্রেও। শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করে নিজেরাই ইডিসিএলের সঙ্গে ব্যবসা করেছেন। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতির অভিযোগ আছে। তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও