হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাইক ও মেনশন ফিচার যেভাবে কাজ করে

যুগান্তর প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ২৩:২২

বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন দুটি ফিচার নিয়ে আসলো প্ল্যাটফর্মটির মূল কোম্পানি মেটা। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার দুটি চালু হচ্ছে। এরমধ্যে প্রথমটি হলো স্ট্যাটাস আপডেট লাইক করার সুযোগ এবং দ্বিতীয়টি হলো প্রাইভেট মেনশন। কিছুদিন আগে শুধু হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণের পাওয়া যেত ফিচার দুটি। তবে এখন সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ফিচারগুলো চালু করা হয়েছে। 


স্ট্যাটাস শেয়ার করা ব্যক্তিকে লাইক রিঅ্যাকশন পাঠানোর সুযোগ দেয় স্ট্যাটাস লাইক ফিচারটি। এ জন্য হোয়াটসঅ্যাপ ক্যাপশন বারটির পাশে থাকা হার্ট আইকনে ট্যাপ করতে হবে। আর ট্যাপ করলেই লাইক নোটিফিকেশন পোস্ট করা ব্যক্তির কাছে চলে যাবে। তবে লাইকগুলো প্রাইভেট থাকবে। অর্থাৎ যে ব্যক্তি লাইক করেছেন ও যার স্ট্যাটাস লাইক করা হয়েছে তারাই বিষয়টি জানবে। তারা একটি ভিউয়ার্স লিস্ট বা তালিকা দেখতে পারবে। স্ট্যাটাস আপডেটের প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিকে আরও সহজ করেছে এই ফিচার। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও