দুর্গা পূজা: মণ্ডপে ৮৪ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েনের ঘোষণা দুই মন্ত্রণালয়ের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ২০:২৪
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে এবার স্বেচ্ছাসেবক নিয়োগের ঘোষণা দিল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। দুটি মন্ত্রণালয়ে যৌথভাবে ৮৪ হাজার জনকে দায়িত্ব দেবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
তিনি বলেন, “আমরা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজা মণ্ডপগুলো নজরদারি করব, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে।