You have reached your daily news limit

Please log in to continue


সেরা নির্মাতার পুরস্কার পেলেন তারেক

ভারতের পুনেতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস বেস্ট ফিল্মমেকার অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তারেক রহমান। এটি মূলত একটি অনলাইনভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলতি বছরে প্রদর্শিত হয়েছে, নির্ধারিত ক্যাটাগরিতে এমন ফিল্ম নিয়ে বিশ্বের যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। বাংলাদেশ থেকে তারেক রহমান পুরস্কার জিতেছেন তাঁর ‘কনফিউশন’ নাটকের জন্য। গত বছর ড্রামা ক্যাটাগরিতে এনটিভিতে প্রচারিত কনফিউশন নাটকটি এই আয়োজনের ড্রামা ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য জমা দেন তারেক। গত ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। 

কনফিউশন নাটকটি তৈরি হয়েছে সম্পর্কের ভুল-বোঝাবুঝির গল্প নিয়ে। কোনো এক বৃষ্টিবেলায় দেখা হয় এক জোড়া ছেলে-মেয়ের। আলাপচারিতা থেকে পরিচয়, পরিচয় থেকে প্রণয়। কিন্তু একসময় মেয়েটি জানতে পারে ছেলেটি বিবাহিত। ভেঙে যায় সম্পর্ক। অনেক দিন পর আবার দেখা হয় দুজনের। খানিকটা দ্বিধা আর দ্বন্দ্ব নিয়ে আবারও কথা হয় তাদের। একসময় মেয়েটি জানতে পারে, বিরাট ভুল-বোঝাবুঝি হয়ে গেছে দুজনের সম্পর্কে। এত দিন পর সেই ভুল কি শোধরানো সম্ভব? মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও খাইরুল বাশার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন