নতুন চুল গজাতে কচি বাঁশপাতা, আদা, মেথি কখনো ব্যবহার করে দেখেছেন?
প্রথম আলো
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫
চুল পড়ার জন্য অনেক কারণই দায়ী হতে পারে। কারও ক্ষেত্রে জিনগত কারণ থাকে। কারও আবার চুল পড়ে হরমোনের সমস্যার কারণে। আমিষ, কিছু ভিটামিন ও কিছু খনিজ লবণের ঘাটতি হলেও চুল পড়তে পারে। শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের সঙ্গেও সম্পর্ক আছে চুল পড়ার। যে কারণে চুল পড়ছে, তা নির্ণয় করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। তবে জিনগত কারণে চুল পড়লে আদতে কোনো সমাধান থাকে না। এ ছাড়া মনে রাখতে হবে, যে কারণেই চুল পড়ুক না কেন, যদি চুলের গোড়ার ফলিকলসহ চুল পড়ে যায়, তাহলে আর সে জায়গায় চুল গজাবে না। তবে নতুন চুলের বৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব।
চুল গজানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সক্ষম, এমন পাঁচটি প্রাকৃতিক উপকরণ সম্পর্কে জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী।