বুদাপেস্টে ওয়াদিফার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম
হাঙ্গেরির বুদাপেস্টে ২২ সেপ্টেম্বর শেষ হয়েছে ৪৫তম দাবা অলিম্পিয়াড। টুর্নামেন্ট শেষে বাংলাদেশের পাঁচ খেলোয়াড় বুদাপেস্ট থেকে গেছেন তিনটি টুর্নামেন্ট খেলতে। লক্ষ্য নর্ম অর্জন করা। সেই লক্ষ্যে প্রথম সাফল্য পেলেন মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ।
বুদাপেস্ট সিক্স ডে আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ওয়াদিফা ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার নর্ম পেয়েছেন। টুর্নামেন্টে তিনি চতুর্থ হয়েছেন। এই ইভেন্ট থেকে ওয়াদিফা ১৩০ রেটিং বাড়িয়েছেন। বর্তমানে তাঁর রেটিং ১৯৮৮। ওয়াদিফার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অনূর্ধ্ব-২২৫০ রেটিং টুর্নামেন্টে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন।
বুদাপেস্টেই গ্র্যান্ডমাস্টার্স দাবা বি-তে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা ৯ ম্যাচে সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হয়েছেন। গ্র্যান্ডমাস্টার্স দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ। গ্র্যান্ডমাস্টার্স দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৮ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছেন। শেষ রাউন্ডে ফাহাদ খেলেননি অসুস্থতার কারণে।
- ট্যাগ:
- খেলা
- দাবা অলিম্পিয়াড
- ওয়াদিফা আহমেদ