কোথায় হচ্ছে ক্লাব বিশ্বকাপ ফাইনাল জানাল ফিফা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬

ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩২ দল অংশ নিচ্ছে ২০২৫ সালেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত রাতে এক ঘোষণায় জানিয়েছেন টুর্নামেন্টটির ভেন্যুগুলোর নাম। সব মিলিয়ে খেলা হবে ১২ ভেন্যুতে। নিউ জার্সির পাশাপাশি বাকি ১১টি ভেন্যু হচ্ছে—মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, গিওদিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম। 


ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে ১৫ জুন। শেষ হবে ১৩ জুলাই। অংশগ্রহণ করতে যাওয়া ৩২ দল আসবে ৬ ফেডারেশন থেকে।  এর মধ্যে ইউরোপ থেকে ১২, দক্ষিণ আমেরিকা থেকে ৬ এবং আফ্রিকা, এশিয়া,উত্তর-মধ্য আমেরিকা—এই তিন মহাদেশ থেকে থাকছে চারটি করে ক্লাব। বাকি দুই ক্লাবের একটি ওশেনিয়া মহাদেশের, অপরটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ৩২ দলের মধ্যে ৩০ দল টুর্নামেন্টের টিকিট এরই মধ্যে কেটে ফেলেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও