ইতালির রাজপুত্রের ১০০ বছর

প্রথম আলো প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬

হেলিকপ্টার উড়ছে। দড়িতে ঝুলছে যিশুর মূর্তি। রোমের আকাশ সচকিত হয়ে ওঠে। একেকজন একেকভাবে দেখে ব্যাপারটা, ছাদে রোদ পোহাতে থাকা নারীরা বিস্মিত হয়। সবাই তাকায় ঊর্ধ্বমুখে, দেখে দুহাত মোড়া পাথুরে ‘যিশু’ দুলছে! হেলিকপ্টারে দেখা মেলে এক সুদর্শন পুরুষের।


চেঁচিয়ে ফোন নম্বর চায় সুন্দরীদের। কেউ কিছু শোনে না। শুনতে পায় না। ছবির সাউন্ডট্র্যাকে শুধু হেলিকপ্টারের ডানার শব্দ। মুক্তির পর আট দশকের বেশি পেরিয়ে গেছে, তবু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ‘লা দোলচে ভিতা’র এ দৃশ্য মনে রেখেছেন সিনেমাপ্রেমীরা, মনে রেখেছেন হেলিকপ্টার থেকে উঁকি দেওয়া সেই অভিনেতা মার্সেলো মাস্ত্রোয়ান্নিকেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও