অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) বাজারে আনার দিনক্ষণ ঘোষণা করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবোট্যাক্সি উন্মোচন করা হবে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিদের কাছে রোবোট্যাক্সি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। দাওয়াতপত্রে অনুষ্ঠানটির নাম উল্লেখ করা হয়েছে ‘উই রোবট’।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। তবে এবার টেসলা নির্দিষ্ট দিনেই নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি উন্মুক্ত করতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা।
You have reached your daily news limit
Please log in to continue
রোবোট্যাক্সি কবে আসবে, জানাল টেসলা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন