ম্যান ইউনাইটেডের ডাক পেলে ফিরতে প্রস্তুত সুলশার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৩

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে উলে গুনার সুলশারের শেষটা ছিল বিষাদময়। তবে যে ক্লাবে এক দশকের বেশি সময় খেলেছেন তিনি, যে ক্লাবকে তিনি ধারণ করেন হৃদয়ে, ফের সেই প্রিয় আঙিনায় ফেরার সুযোগ পেলেন সানন্দেই প্রস্তুত সাবেক এই ফরোয়ার্ড।


জোসে মরিনিয়োকে সরিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেসটার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় সুলশারকে। পরের বছর তিন বছরের চুক্তি করেন তিনি। কিন্তু সেই মেয়াদ শেষ করতে পারেননি। তার কোচিংয়ে ২০২০-২১ মৌসুমে লিগে রানার্স আপ হয়েছিল ইউনাইটেড। কিন্তু কোনো ট্রফি তার সময়ে জিততে পারেনি ক্লাব। ২০২১-২২ মৌসুমে ১১ ম্যাচর মধ্যে ছয় ম্যাচে হেরে যায় ইউনাইটেড, এর মধ্যে ছিল লিভারপুলের কাছে ৫-০ গোলের পরাজয়ও। ওই বছরের নভেম্বরে সরিয়ে দেওয়া হয় তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও