সরকার, জনগণ ও বাস্তবতা
রাষ্ট্রের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের নাম সরকার। এই প্রতিষ্ঠানই মূলত রাষ্ট্রের জনগণের ভাগ্য উন্নয়ন বা নিয়ন্ত্রণ যাই-ই বলি না কেন, সে কাজটি করার কথা। কাজটি হয় দেশ পরিচালনার মাধ্যমে। সরকার রাজনৈতিক সরকার হলে তা জনগণ তার ভোটাধিকারে নির্বাচন করে থাকে।
করার কথা সেটাই। যদিও বাংলাদেশের দৃশ্য ভিন্ন। গণতন্ত্র কাগজ, কলম ও মুখে মুখে। ক্ষমতাসীন রাজনৈতিক সরকার চেষ্টা করে নির্বাচন প্রক্রিয়াকে আয়ত্তে রেখে পুনরায় ক্ষমতায় আসীন হতে। এর জন্য যা প্রয়োজন, যাদের প্রয়োজন এবং যে কৌশল ও পন্থা প্রয়োজন, রাজনৈতিক সরকার সেই কাজগুলোই মনোযোগ দিয়ে করে থাকে, যেকোনো মূল্যে তা করে থাকে। অর্থাৎ দলের স্বার্থ ও ক্ষমতায় বসা ছাড়া অন্যকিছু মূলত প্রাধান্য পায় না, পায়নি।