You have reached your daily news limit

Please log in to continue


বর্তমান প্রেক্ষাপটে পুলিশ বাহিনীতে সংস্কার আনতে জনগণের করণীয়

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, আপাত দৃষ্টিতে মনে হয় পুলিশের সব লোকই ছাত্র-জনতার এ গণ-অভ্যুত্থানে সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা হয়তো কিছুটা সত্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছুসংখ্যক পুলিশ আছেন যারা ন্যায়ের পক্ষে ছিলেন, অন্তত মানসিকভাবে হলেও তারা ন্যায়ের পক্ষে ছিলেন। তবে তারা কিছু করতে পারছিলেন না। এর জন্য শুধু পুলিশ প্রশাসন একা দায়ী নয়। বিগত কয়েক দশক আমরা যে অসৎ ও দুর্নীতিপরায়ণ সরকার দ্বারা পরিচালিত হয়েছি, এটা তার ফসল। আর এর ফলে শুধু পুলিশ নয়, বাংলাদেশের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংস হয়েছে। আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয় ধ্বংস করা হয়েছে, যাতে করে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিরা তাদের দুর্নীতি করার পথ খোলা রাখতে পারে। 

আমরা লক্ষ করলে দেখব, বিগত কয়েক দশকে আমাদের রাষ্ট্রের সব অঙ্গসংগঠন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে বাদ নেই কেউ। আমাদের দেশের প্রতিটি মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত। কারণ ওই মন্ত্রণালয়ের প্রধান যে মন্ত্রী, তিনি দুর্নীতিগ্রস্ত। আবার সেই মন্ত্রী তার দুর্নীতি ঠিকঠাক চালিয়ে নেয়ার জন্য ওই মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রাধান্য দেন। একইভাবে দুর্নীতিগ্রস্ত লোকদেরকেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রমোশন/নিয়োগ দেয়া হয়েছে। ফলে প্রমোশনের একটা প্রধান নির্ণায়ক হচ্ছে কে কত বেশি দুর্নীতি করতে পারে, আর কে কত বেশি সরকারপ্রধানের পদলেহন করে তার ইচ্ছা চরিতার্থ করতে পারে। ফলে প্রতিটি জায়গায় দুর্নীতি করার প্রতিযোগিতা স্পষ্টভাবে প্রতীয়মান। এর প্রধান কারণ দুর্নীতিগ্রস্ত লোকদের সরকারের পৃষ্ঠপোষকতা প্রদান, ন্যায়বিচারকে নিজের স্বার্থে জলাঞ্জলি দেয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন