দীর্ঘমেয়াদে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে

বণিক বার্তা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪

ভারত, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আগামী কয়েক বছরে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আরো বাড়বে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য বিশ্বের অনেক দেশ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। এ কারণে মধ্যম ও দীর্ঘমেয়াদে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। মঙ্গলবার প্রকাশিত ওয়ার্ল্ড অয়েল আউটলুক ২০২৪ সংস্করণে এমন পূর্বাভাস দিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। খবর রয়টার্স।


ওপেকের প্রতিবেদন অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১১ কোটি ৮৯ লাখ ব্যারেলে পৌঁছবে। এ পরিমাণ আগের বছর প্রকাশিত প্রতিবেদনের তুলনায় দৈনিক গড়ে প্রায় ২৯ লাখ ব্যারেল বেশি। প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১২ কোটি ১ লাখ ব্যারেলে পৌঁছতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও