২০২৮ সালে এআইয়ে বিনিয়োগ দাঁড়াবে ১১ হাজার কোটি ডলার

বণিক বার্তা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২

এশিয়া বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে চীন ও জাপান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জেনারেটিভ এআই প্রযুক্তি দ্রুত গ্রহণ করছে। বৈশ্বিক এআই প্রযুক্তির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অঞ্চলটি। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এআই প্রযুক্তিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিনিয়োগ দাঁড়াবে ১১ হাজার কোটি ডলারে।


আইডিসির বিশ্লেষকরা বলছেন, যেহেতু কোম্পানিগুলো জেনারেটিভ এআই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা থেকে এটি আরো ব্যাপকভাবে ব্যবহারের দিকে চলে যাচ্ছে, তাই তারা এআই পরিচালনা ও নিয়ন্ত্রণের ওপর আরো বেশি মনোযোগ দিচ্ছে। কোম্পানিগুলো শুধু প্রযুক্তি নিয়েই ভাবছে না, বরং কোম্পানি সংশ্লিষ্ট প্রত্যেকের স্বার্থ সুরক্ষিত করার জন্য নিয়ম ও সংস্কৃতি সম্পর্কেও চিন্তা করছে। এ প্রযুক্তির কার্যকর পরিচালনা একটি কোম্পানির সামগ্রিক এআই পরিকল্পনার অপরিহার্য অংশ হওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও