টেক্সাসে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ৩ডি-প্রিন্টেড হোটেল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৮

টেক্সাসের মরুভূমি অঞ্চলে ধাপের পর ধাপ বসিয়ে হোটেলের দেয়াল গাঁথছে এমনই এক ৩ডি প্রিন্টার, যা দেখতে অন্যান্য ৩ডি প্রিন্টারের মতো হলেও আকারে একটি বড় ক্রেনের সমান।


এল কসমিকো নামের হোটেলটি এরইমধ্যে মারুফা শহরের উপকণ্ঠে রয়েছে। এতেই যোগ হচ্ছে নতুন ৪৩টি হোটেল ইউনিট ও ১৮টি আবাসিক বাড়ি। আর এটি তৈরি হচ্ছে ৪০ একর জমির ওপর।


এটি বিশ্বের প্রথম ৩ডি-প্রিন্টেড হোটেল, এমনই দাবি করেছেন এল কসমিকো’র মালিক লিজ ল্যামবার্ট। একই অহঙ্কার টেক্সাস অঙ্গরাজ্যে অস্টিন শহরের ৩ডি প্রিন্টিং কোম্পানি ‘আইকন’ ও নকশা কোম্পানি ‘জার্কে ইঞ্জেলস গ্রুপের প্রকৌশলীদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে