রামুতে জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পথচারী শিশুর

প্রথম আলো রামু প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলটি ছিটকে চাপা দেয় পথচারী এক শিশু ও তার মাকে। এ ঘটনায় শিশুটি মারা যায়। গুরুতর আহত হন তার মা।


দুর্ঘটনায় নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা রুবিনা আক্তার (৩২)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।


জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়িতে করে উখিয়া যাচ্ছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে পথচারী মা ও শিশুর গায়ের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশু গুরুতর আহত হয়। পরে জেলা প্রশাসক গাড়িতে করে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও