সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যুগান্তর বঙ্গোপসাগর প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৪

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তর এ সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


মোংলাবন্দরে জাহাজের পণ্য খালাস-বোঝাই ব্যাহত : বাগেরহাটের মোংলা প্রতিনিধি জানান, লঘুচাপের প্রভাবে মোংলাসহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার রাত থেকে ঝোড়ো হাওয়া ও হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে মোংলা সমুদ্র বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস-বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় সমুদ্রে টিকতে মাছ ধরতে যাওয়া কয়েকশ ফিশিং ট্রলার সুন্দরবনের দুবলা ও মেহের আলীসহ বনের অভ্যন্তরের খালে নিরাপদে আশ্রয় নিয়েছে।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও