You have reached your daily news limit

Please log in to continue


অভিনেত্রী রওশন আরা অসুস্থ

মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন অসুস্থ। তাঁর স্বামী অভিনেতা জামালউদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। এই দম্পতির কানাডা প্রবাসী ছেলে তাশফিন হোসেন জানিয়েছেন, রওশন আরা এখন ছেলের বাড়িতে আছেন। তিনি পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। রওশন আরা হোসেন চলতে ফিরতে পারেন না, এমনকি ভালো করে কথাও বলতে পারেন না।

অভিনয়শিল্পী রওশন আরা হোসেন ও তাঁর স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। প্রায় পনেরো বছর হলো এই দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কদিন আগে তাঁরা কানাডার ক্যালগিরিতে বেড়াতে গিয়েছেন ছেলে তাশফিন হোসেনের কাছে। সেখানেই গত ১৮ সেপ্টেম্বর বুধবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জামালউদ্দিন হোসেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন