বাংলাদেশের মতো ‘বিপদে’ দক্ষিণ আফ্রিকাকে ফেলতে পারেনি আফগানিস্তান
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসে আফগানিস্তান রীতিমতো চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে যায় আফগানরা। সেই আফগানদের সামনে সুযোগ ছিল ইতিহাসকে নতুন মাত্রা দেওয়ার। তবে সেটা প্রোটিয়ারা হতে দিলে তো!
শারজায় গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেটা ছিল আফগানিস্তানের জন্য দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের মঞ্চ। সেই লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তবে রহমানুল্লাহ গুরবাজের ৮৯ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কিছুই ছিল না আফগানদের ইনিংসে। ৩৪ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ৩৩ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে জিতে প্রোটিয়ারা মুখ রক্ষা করল। একই সঙ্গে বাংলাদেশের মতো একটি বিব্রতকর রেকর্ড থেকে বেঁচে গেল। কারণ টেস্ট খেলুড়ে দলগুলোকে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তান ধবলধোলাই করেছে সাতবার, যার মধ্যে ২০১৮ সালে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল আফগানরা।
- ট্যাগ:
- খেলা
- প্রোটিয়া ক্রিকেটার