সংস্কার : রাষ্ট্রের আমলাতান্ত্রিক ব্যবস্থা
দেশে সংস্কারের জন্য যেসব ক্ষেত্র রয়েছে, তার মধ্যে সম্ভবত অন্যতম হচ্ছে আমলাতন্ত্র। বর্তমানে দেশের প্রশাসনিক বৈষম্য, অদক্ষতা, সেবাহীনতা, সরকারের দুর্নীতির জন্য অনেকটাই দায়ী হচ্ছে আমলাতন্ত্র। বিভিন্ন সময়ে নানাভাবে আমলাতন্ত্রের করালগ্রাস নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু রাজনৈতিক দুর্বলতার কারণে আমলাতন্ত্রের অবসান বা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়নি।
হ্যাঁ, আমলাতন্ত্র দেশের সব ক্ষেত্রে বিদ্যমান। সুবিধাভোগীদের মতে, আমলাতন্ত্র আগে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমলাতন্ত্র থেকে মুক্তি পাওয়া যাবে কিনা সেটা পরে বলছি। তবে সর্বাগ্রে যেটি বলা প্রয়োজন তা হচ্ছে, আমলাতন্ত্রের মূল ভিত্তি প্রোথিত আছে বিভিন্ন মন্ত্রণালয়ে। প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন সচিব এবং এ সচিবরা মূলত এসেছেন একটি ক্যাডার থেকে। সচিবরা শুধু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদেরই আচ্ছন্ন করে রাখেন না, অধিকন্তু রাষ্ট্রের প্রধানকেও আচ্ছন্ন করে রাখেন।