ত্বকের অতিরিক্ত তেল কমাবে এই ৮ প্যাক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৩
তৈলাক্ত ত্বক মানে হলো আপনার ত্বক অতিরিক্ত সিবাম তৈরি করে যা অবশেষে মুখে তেল আকারে ভেসে ওঠে। সিবাম হচ্ছে শরীরের সেবেসিয়াস গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি তৈলাক্ত পদার্থ যা মূলত শরীরকে আর্দ্রতা হ্রাস থেকে রক্ষা করতে কাজ করে। যখন এটি অতিরিক্তভাবে নির্গত হয়, তখন ত্বক তৈলাক্ত হয়। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে যেমন ব্রণের প্রকোপ বেশি দেখা দেয়, তেমনি ধুলাবালিও জমে বেশি। ত্বকের তেলতেলে ভাব কমাতে ঘরে তৈরি ফেস প্যাক বেশ কার্যকর। জেনে নিন এমনই কয়েকটি ফেস প্যাক সম্পর্কে।
- অ্যালোভেরা এবং হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত এবং এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের ছিদ্র বন্ধ করতে এবং ব্রণ কমাতেও সাহায্য করে। হলুদ ত্বকে নিয়ে আসে চমৎকার জৌলুস। পাশাপাশি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
- ডিমের সাদা অংশ এবং লেবু দিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। ডিমের সাদা অংশ ছিদ্র সংকুচিত করার পাশাপাশি ত্বক টানটান করতে সাহায্য করে। লেবুর নির্যাস অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ করে ও ত্বকের তৈলাক্ততা কমায়।
- টি ট্রি অয়েলের সঙ্গে ক্লে মিশিয়ে ত্বলে লাগান। অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে টি ট্রি অয়েলে। এটি ক্লের সাথে মিশিয়ে নিলে অতিরিক্ত তেলের পাশাপাশি ব্রণের প্রকোপও কমবে।
- ময়দা ত্বকের অতিরিক্ত তেল কমাতে পারে। ত্বক টানটান রাখার জন্যও উপাদানটি দুর্দান্ত। প্যাক তৈরির জন্য দই বা দুধের সাথে মিশিয়ে নিন ময়দা।
- ট্যাগ:
- লাইফ
- ফেসপ্যাক
- তৈলাক্ত ত্বক