ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কারের দাবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, সংস্কার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব শিক্ষক-বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে গতকাল শনিবার ১১টি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করেন। এ সময় তাঁরা ওই দাবি জানান।


বৈঠকে উপস্থিত থাকা একাধিক ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রনেতারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাকে নেতিবাচক হিসেবে দেখছেন। ছাত্ররাজনীতি বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিয়ে নেতৃত্বের বিকাশ করা, সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠন করা, শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন নেতারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও