পাকিস্তানে ধর্ম অবমাননায় অভিযুক্ত চিকিৎসক পুলিশের গুলিতে নিহত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে পুলিশ। শুক্রবার বিবিসি জানিয়েছে, নিহত শাহনওয়াজ কানভার পাকিস্তানে গত এক সপ্তাহে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের গুলি খাওয়া দ্বিতীয় ব্যক্তি। তাঁর মৃত্যুর ঘটনায় মানবাধিকার গোষ্ঠীগুলো নিন্দা জানিয়েছে।
সিন্ধু প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো দাবি করেছেন, শাহনওয়াজ কানভার দুর্ঘটনাক্রমে নিহত হয়েছেন। গুলি করার সময় পুলিশ তাঁকে চিনতে পারেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের নবী মুহাম্মদকে (সা.) অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মের নিন্দা করে পোস্ট শেয়ারের অভিযোগে গত মঙ্গলবার আত্মগোপনে চলে গিয়েছিলেন চিকিৎসক কানভার। পুলিশের প্রতিবেদন অনুযায়ী—সিন্ধু প্রদেশের মিরপুর খাস শহরের কর্মকর্তারা বুধবার একটি মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তিকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নির্দেশ না মেনে ওই দুই ব্যক্তির একজন গুলি চালান। পরে তাঁদের সঙ্গে একটি বন্ধুকযুদ্ধ হয়। এ সময় গুলি খেয়ে মারা যান কানভার।