শখের বাজার

ডেইলি স্টার প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৭

মানুষের শখের সংগ্রহের কোনো সীমা-পরিসীমা থাকে না। ডাকটিকিট, বিভিন্ন দেশের মুদ্রা, টাকার নোট, দেশলাইয়ের বাক্স, ঐতিহাসিক বিভিন্ন স্মরণীয় দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা অনেকের জন্যই বর্তমানের সঙ্গে অতীতের অবিরত চলমান এক কথোপকথন।


আর দেশে এই সংগ্রাহকদের একটি নিজস্ব সম্প্রদায় গড়ে তুলতে ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) উদ্যোগে আয়োজিত হয়েছে শখের বাজার। এই মেলাটিতে বিভিন্ন বিশেষায়িত বিক্রেতা ও ব্যবসায়ীদের সম্মিলন ঘটবে, যারা এ ধরনের সামগ্রী নিজেদের কাছে রেখে থাকেন।


পিএসবির সভাপতি আখলাকুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে আমরা সংগ্রাহকদের জন্য তাদের সংগ্রহের জিনিসগুলো প্রদর্শনের ব্যবস্থার কথা ভেবেছিলাম। কিন্তু এরপর বুঝতে পারলাম যে এ বিষয়ক লজিস্টিক্যাল ঝামেলা একটু বেশিই জটিল হবে। আর সেই ভাবনা থেকেই জন্ম নিলো শখের বাজার।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও