সঙ্গীকে কেন এই একটি প্রশ্ন করবেন
ব্যস্ত–তটস্থ জীবনে কাজ, সংসার ও সন্তান সামলে ওঠার পর দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য ঠিক কতটা সময় পান? হিসাব করলে দেখা যাবে, দিন শেষে একে অপরের সঙ্গে যে কয়েক মিনিট কথা হয়, তার বেশির ভাগই প্রয়োজনীয়।
অতএব দরকারি কথা ছাড়া একে অপরের সঙ্গে নিয়মিত খুব একটা আলাপ করেন না দম্পতিরা। এতে না চাইতেই একে অপরের অনুভূতিগুলো থেকে দূরে সরে যেতে থাকেন তাঁরা। ব্যাপারটি নিয়ে মজা করে অনেকে বলেন, তাঁরা আর স্বামী-স্ত্রী নেই; বরং রুমমেট হয়ে গেছেন। শুনতে হাস্যকর শোনালেও চিন্তার বিষয়।
স্বামী-স্ত্রীরা সাধারণত একে অপরকে যেসব প্রশ্ন করে থাকেন, তা হলো ঘুম কেমন হলো? কী খাবে? দিন কেমন গেল? কখন পৌঁছাবে? ইত্যাদি। এগুলো মৌলিক প্রশ্ন জানান, লেখিকা মারকিয়াস ক্লার্ক।
দুই সন্তানের জননী আমেরিকান এই নারী জীবনযাপনসংক্রান্ত নানা বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা নিয়মিত লিখেন। তিনি বলেন, ‘আমি ও আমার স্বামী চেষ্টা করি একে অপরকে নিজেদের অনুভূতিগুলো জানাতে। তবুও কেভিন (ক্লার্কের স্বামী) যখন একদিন জিজ্ঞাসা করল, স্বামী হিসেবে কীভাবে আরও ভালো হতে পারি? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারিনি।
- ট্যাগ:
- লাইফ
- সুখী দাম্পত্য জীবন