অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব নিলেন তারিক আনাম

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একে অপরের মুখোমুখি টেলিভিশনের অভিনয়শিল্পীরা। সংস্কারকামী একদল শিল্পী অনাস্থা প্রকাশ করে টেলিভিশন নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত কমিটির পদত্যাগের দাবি জানিয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করে দিয়ে অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তারিক আনাম খানকে। গত বুধবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে শিল্পী সংঘের বিশেষ জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। 


বিশেষ সাধারণ সভা শেষে শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান জানিয়েছেন, তারিক আনাম খানের নেতৃত্বে অন্তর্বর্তী কমিটির মেয়াদ হবে চার মাস। এই সময়ের মধ্যে সংগঠনের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কাজ করবে তারা। কমিটিকে পূর্ণাঙ্গ সহায়তা করবে বর্তমান কার্যনির্বাহী কমিটির। চার মাস পর সাধারণ সভায় সংস্কার প্রস্তাব পাস করার পাশাপাশি গঠিত হবে নির্বাচন কমিশন। নির্বাচনের পর বিজয়ী সদস্যদের কাছে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেবেন বর্তমান কমিটির সদস্যরা। বর্তমান কমিটি পদত্যাগ না করলেও এই সময়ের মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, কেবল দাপ্তরিক দায়িত্ব পালন করবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও