You have reached your daily news limit

Please log in to continue


আজ বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম ফিদে দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডে ৬২তম সিডেড বাংলাদেশ নারী দল ৩৩তম সিডেড সুইডেনকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে। এই অলিম্পিয়াডে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী দল। 

মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো (রেটিং-২০৩৩) ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০০) যথাক্রমে সুইডেনের নারী আন্তর্জাতিক মাস্টার আগরেস্ট ইনা (রেটিং-২১৯৭) ও জারিটোভস্কায়া মার্গারিটাকে (রেটিং-২০০৯) হারিয়েছেন। নারী ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ সুইডেনের নারী ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদের সঙ্গে এবং সুইডেনের নারী ফিদে মাস্টার ড্র করেনে ক্রেমলিং বেলোন আনার (রেটিং-২০৬৬) সঙ্গে। নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ (রেটিং-১৯৩৬) সুইডেনের গ্র্যান্ডমাস্টার পিয়া ক্রামলিংয়ের কাছে হেরে গেছেন।

অন্যদিকে ওপেন বিভাগে বাংলাদেশ দল কাজাখস্তানের কাছে ৩-১ গেম হেরেছে। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪১৯) কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাখদেভ ডেনিসের (রেটিং-২৫৫১) সঙ্গে এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেন কাজাখস্তানের আন্তর্জাতিক মাস্টার আনসাট আলদিয়ারের (রেটিং-২৪৫৭) সঙ্গে। ফিদে মাস্টার মনন রেজা নীড় (রেটিং-২৪১৭) ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৩১৮) যথাক্রমে কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার নোজিরবেগ কাজিবেক (রেটি-২৫১৯) ও গ্র্যান্ডমাস্টার সুলেইমেনভ আলিশেরের (রেটিং-২৪৮৪) কাছে হেরে যান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন