ধোয়ার ভুলে নষ্ট হচ্ছে কাপড়
হাতে কিংবা ওয়াশিং মেশিনে- যেভাবেই ধোয়া হোক, সঠিক নিয়ম না মানলে কাপড় দ্রুত নষ্ট হবেই।
এমনকি ওয়াশিং মেশিনও নষ্ট হয়ে যেতে পারে।
একেকদিন একেক কাজ
অনেকেই আছেন ধোয়া মোছার কাজগুলো দিন হিসেবে ভাগ করেন। যেমন- সোমবার ছোট কাপড়, মঙ্গলবার বড় কাপড়, বুধবার পর্দা ধোয়া- এরকম আরকি!
লন্ড্রি ব্যবসায় প্রায় চার যুগের অভিজ্ঞাতা নিয়ে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ম্যারি মারর্লো লেভেরেট্টি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “দিন হিসেবে নয় বরং কাপড়ের ধরন ও রং মিলিয়ে পোশাক ধুতে হয়।”
ভারী কাপড়গুলো একদিন ধুলে পরের দিন পাতলা কাপড়গুলো ধোয়া যেতে পারে। আবার সাদা কাপড়ের সাথে রঙিন কাপড় ধুতে দেওয়া হবে বোকামী।
গরম পানি ব্যবহার
একসময় ফুটন্ত পানিতে কাপড় ধোয়া হত। সেই সময়ে বেশিরভাগ কাপড় থাকতো মোটা সুতির। বর্তমানে বিভিন্ন কৃত্রিম তন্তুর কাপড়ের পোশাক হয়। যেগুলো গরম পানিতে ধুলে নষ্ট হওয়া স্বাভাবিক।
সুতির সাথে মিশ্রিত সিল্ক বা খাঁটি রেয়ন এই ধরনের কাপড়গুলো গরম পানিতে টিকতেই পারবে না বলে মন্তব্য করেন, লেভেরে্ট্টি।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- ওয়াশিং মেশিন