পিসিওএস কীভাবে শনাক্ত করা যায়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১
পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (পিসিওএস) মেয়েদের খুবই পরিচিত হরমোনজনিত একটি রোগ। যেকোনো বয়সী নারীর এ রোগ হতে পারে। কিন্তু কৈশোর ও প্রজননক্ষম বয়সে এটি বেশি হতে দেখা যায়। বলা হয়ে থাকে, প্রতি ১০ নারীর একজন পিসিওএসে আক্রান্ত।
পিসিওএস শনাক্ত করার নানা উপায় আছে। তার আগে জানা যাক, এটি কেন হয়। মেয়েদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াই এর মূল কারণ। এ কারণে দেখা দেওয়া কিছু উপসর্গের সমষ্টিগত রূপই হলো পিসিওএস। অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার পেছনে আরও কিছু হরমোন, জিন ও পরিবেশগত সমস্যার মিলিত প্রভাব রয়েছে।