![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-10%252Fmziavgvm%252Fcotoyukusha1_1562929664_2086327697232708998_8951132967.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
কেন ৬ বছর ধরে একই স্কুলব্যাগ ব্যবহার করে জাপানি শিশুরা
ষষ্ঠ বছরটা জাপানের একটা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় একটা শিশু পরিবারের বাইরে স্কুল নামের প্রতিষ্ঠানে যায়। অবশ্য কিছু কিছু শিশু আগেই প্রাক্বিদ্যালয় বা কিন্ডারগার্টেনে ভর্তি হয়। বিশেষ করে যাদের মা–বাবা উভয়েই কর্মজীবী। সাধারণত ১ এপ্রিল প্রথম স্কুলের আঙিনায় পা রাখে শিশুরা। তবে ডিসেম্বর মাস থেকেই শুরু হয় তোড়জোড়। আর এ জন্য জাপানের বিভিন্ন শপিং মল আর বাজারগুলো নতুন পণ্যের সংগ্রহ নিয়ে সেজে ওঠে। এসব পণ্যের মধ্যে অন্যতম হলো স্কুলব্যাগ—‘রান্ডোসেরু’।
শিশুদের প্রথম ব্যাগ—রান্ডোসেরু
রান্ডোসেরু উন্নত উপকরণে তৈরি বক্স আকৃতির ব্যাকপ্যাক। ঐতিহ্যগতভাবে চামড়া থেকে তৈরি টেকসই এই ব্যাগগুলো দৈনন্দিন নানা কাজে ব্যবহারেরও উপযোগী। সাধারণত মেয়েশিশুরা লাল বা গোলাপী আর ছেলেরা কালো রঙের ব্যাগ ব্যবহার করে। তবে বাঁধাধরা কোনো নিয়ম নেই। অনেকে প্রথা ভেঙে অন্য রঙের ব্যাগও তুলে নেয়।
- ট্যাগ:
- লাইফ
- স্কুল ব্যাগ