বাঁকা ও পুরোনো রেললাইনে ধীরে চলে ট্রেন, সেই ‘সুযোগে’ বারবার ডাকাতি

প্রথম আলো প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪

ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী জারিয়া ট্রেনে বুধবার ভোরে আবারও ডাকাতি হয়েছে। ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রেনটি। ডাকাত দলের সদস্যরা মুখে কাপড় বেঁধে ট্রেনে উঠে দেশি অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে চলে যান।


এর আগে ১ সেপ্টেম্বর রাতে ট্রেনটিতে ডাকাতির ঘটনা ঘটেছিল। একই ট্রেনে একই স্থানে বারবার ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মধ্যে। রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা বলছেন, যে জায়গায় ডাকাতি হয়, সে এলাকাটির রেলপথ বাঁকানো ও দীর্ঘ দিনের পুরোনো হওয়ায় ট্রেন ১৬ কিলোমিটার গতিতে চলে। সেখানে যেকোনো মানুষ সহজে ট্রেনে উঠতে ও নামতে পারেন। এই ‘সুযোগে’ ডাকাতি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও