ইউরোপে বন্যার বিস্তৃতি, মৃত্যু বেড়ে ১৫
ইউরোপের মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, আর বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নতুন করে বহু এলাকা প্লাবিত হয়েছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে।
চেক রিপাবলিক ও পোল্যান্ডের সীমান্ত এলাকাগুলোতেই বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। গত সপ্তাহজুড়ে চলা ভারি বৃষ্টিতে নদীর পানি বাড়তে থাকা পানির তোড়ে কিছু সেতু ভেঙে পড়ে, হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।