You have reached your daily news limit

Please log in to continue


আদালতকে উপেক্ষা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলে নেন নওফেল

২০০১ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। পদাধিকার বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তবে ২০১৯ সালে মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আদালতের রায়ের তোয়াক্কা না করে নিজেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়ে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়টি দখলে নেন।

শুধু তাই নয়, দখল স্থায়ী করতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয়েছিল শত শত কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ তার পরিবারের তিন সদস্যকে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ট্রাস্টি বোর্ডের প্রায় সবাই। এ অবস্থায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ফিরে পেতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে সংস্থাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন