You have reached your daily news limit

Please log in to continue


গাবতলী টার্মিনালের নিয়ন্ত্রণে দরপত্র ‘কারসাজি’র চেষ্টা বিএনপির নেতা–কর্মীদের

রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এক বছরের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে শিডিউল (দরপত্র দলিল) বিক্রিও করেছে সংস্থাটি। কিন্তু নির্ধারিত দিনে তাঁদের কেউ শিডিউল জমা দেননি। শিডিউলের ছয়টি বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং একটি জাতীয় পার্টির নেতা কিনেছেন।

উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, বিএনপির নেতারা আড়ালে একজোট হয়ে শিডিউল জমা দেননি। সরকারি দরের চেয়ে কম টাকায় ইজারা নিতে এটা তাঁদের কৌশলও হতে পারে।

কর্মকর্তাদের একজন বলেন, মূল্য সংযোজন কর (১৫ শতাংশ) ও আয়কর (১০ শতাংশ) মিলিয়ে এ টার্মিনালের মোট ইজারামূল্য হয় ৪ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১২ টাকা। অর্থাৎ দৈনিক প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। বিগত সরকারের সময়ে ইজারাদার জোরপূর্বক যেসব খাত থেকে টাকা আদায় করতেন, এমন অনেক খাত থেকে অর্থ আদায় আপাতত বন্ধ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব ও অন্তর্বর্তী সরকারের কারণে নানা দিক বিবেচনায় এখন টার্মিনালটির ইজারা নেওয়াকে বিএনপির সংশ্লিষ্ট নেতারা লোকসান হিসেবে দেখছেন। এ অবস্থায় ইজারা ছাড়াই টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে কারসাজি করছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন