ভিসা জটিলতা: দুই বাংলায় আটকে তাদের সিনেমা
আন্দোলন, সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর দেড় মাস পেরিয়ে গেলেও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ-ভারতের যৌথ চলচ্চিত্রের কাজ এগিয়ে ‘নেওয়া যাচ্ছে না’।
সেপ্টেম্বরে বাংলাদেশের দুইটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির। আবার ঢাকা থেকেও তাসনিয়া ফারিণের কলকাতায় গিয়ে একটি কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেসব হয়নি।
কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য কেবল চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে ভিসা দিচ্ছে। ফলে বাংলাদেশ থেকে ভ্রমণ কিংবা অন্য কোনো কাজে ভারতে যেতে পারছেন না কেউ।
আবার কলকাতায় শিল্পীদেরও বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে এবং ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তারা।
ফলে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে 'আলতাবানু জোছনা দেখেনি' সিনেমার শুটিং শুরুই করতে পারেননি এর নির্মাতা। আর ‘তরী’ সিনেমার শুটিংয়ের কাজ শতকরা ৮০ ভাগ শেষ হলেও বাকিটুকু ঝুলে আছে ঋতুপর্ণা ঢাকায় আসতে না পারার জন্য।
এছাড়া ভিসা না পাওয়ায় অভিনেত্রী ফারিণের হাত থেকেও ফসকে গেছে কলকাতার সিনেমা 'প্রতীক্ষা'।