আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে: স্বাস্থ্য সচিব

ডেইলি স্টার প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।


তিনি বলেন, 'আহতদের কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন এবং আমরা এর দায় জাতির সামনে এড়াতে পারব না। তাই আমরা সমন্বিতভাবে কাজ করছি।


আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন আকমল হোসেন আজাদ।


আহত শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর ব্যাপারে তিনি বলেন, 'আমরা আহত শিক্ষার্থীদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। এটি আমাদের এখতিয়ারভুক্ত না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রি টিকিট দিয়েছে। কেউ না দিলেও আমরা ব্যবস্থা করে দেব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও