
জুলাইয়ের হত্যা মামলা: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ
অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে করা যে মামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, জুলাই আন্দোলনের সেই শ্রাবণ হত্যা মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে।
গত ৯ অক্টোবর আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করে অব্যাহতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদ রোমন।
বিজ্ঞাপন ও ব্র্যান্ড কমিউনিকেশন গোষ্ঠী এশিয়াটিক থ্রিসিক্সটির এমডি ইরেশের সঙ্গে সহযোগী কোম্পানি ফোরথট পিআরের এমডি ইকরাম মঈন চৌধুরীকেও অব্যাহতি চাওয়া হয়েছে এ প্রতিবেদনে।
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাজ্জাদ রোমন বলেন, “প্রাথমিক অনুসন্ধানে ইরেশ যাকের এবং ইকরাম মঈন চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
“এজন্য মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেলে প্রতিবেদন দাখিল করব।”
মামলার বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগের সরকারের পতনের দিন ৫ অগাস্ট দুপুরে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে ছাত্রজনতার মিছিল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করে। তখন আসামিদের গুলিতে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ আহত হন। তাকে রিকশায় করে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।