
বাজারে শীতের আগাম সবজি, কমছে দাম
উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। আর এই আগাম শীতে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, শিম, টমেটোসহ নানান শীতকালীন শাকসবজি। এতে শুরুর দিকে দাম চড়া থাকলেও সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম এখন কমতে শুরু করেছে। ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাও।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকার পৌর পাইকারি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
এদিন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতিকেজি ফুলকপি ৮০ টাকা থেকে ১০০ টাকা, সিম ১০০ টাকা থেকে ১১০ টাকা, টমেটো ১০০ টাকা থেকে ১১০ টাকা, মূলা ২৫ টাকা থেকে ৩০ টাকা, পালং শাক ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং লাল শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
তবে এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি ফুলকপি ১৩০ টাকা থেকে ১৪০ টাকা, সিম ২০০ টাকা থেকে ২৫০ টাকা, টমেটো ১১০ টাকা থেকে ১২০ টাকা, মূলা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, পালং শাক ১০০ টাকা থেকে ১১০ টাকা এবং লাল শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এই বাজারে।
সদর উপজেলার বাচারী গ্রাম থেকে এই বাজারে ফুলকপি বিক্রি করতে এসেছিলেন কৃষক জয়নাল হোসেন। দাম নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এই কৃষক বলেন, ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর শীতের আগেই আগাম শীতকালীন শাকসবজির আবাদ করি। এবারেও ২ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলাম। আবাদে খরচ হয়েছে সর্বোচ্চ ৭০ হাজার টাকা। ইতোমধ্যে ১ বিঘার কিছুটা কম পরিমাণ জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীতের সবজি
- আগাম সবজি চাষ