'চা নাকি বাদাম শেক?' মাখন, আমন্ড দিয়েই তৈরি হল প্রিয় পানীয়, নেই এক ফোঁটা চা পাতাও

eisamay.com প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২

চা নিয়ে ব্যক্তিগত পছন্দের জায়গা রয়েছে অনেকেরই। কেউ লাল চায়ে চুমুক দিতে পছন্দ করেন। কারও আবার দুধ, এলাচ সহযোগে বানানো চায়ে চুমুক দিয়েই রসনাতৃপ্তি হয়। বহু স্বাস্থ্য সচেতন মানুষ আবার গ্রিন টি, ক্যামোমাইল টি-তেই চুমুক দেন। এ বার দেখা মিলল আমন্ড, গোলাপের পাপড়ির তৈরি চায়ের। আর এমন চায়ের দাম শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।


সম্প্রতি ফুড ভ্লগার সুকৃতি জৈন নিজের ইনস্টাগ্রাম চ্যানেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই এমন চায়ের দোকানের হদিশ দেওয়া হয়েছে। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "অমৃতসরের সবথেকে দামি চা। তাও এক গ্লাসের দাম ১০০ টাকা।" এই দিকে ভিডিয়োতে দেখা যাচ্ছে, নানা সামগ্রী দিয়ে চা বানাচ্ছেন বিক্রেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও