You have reached your daily news limit

Please log in to continue


নানা সতর্কতা, তবুও রোহিঙ্গা অনুপ্রবেশ

মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাত তীব্র হওয়ার জেরে কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নানা সর্তকর্তার পরও বিভিন্নভাবে ঢুকে পড়ছে রোহিঙ্গারা।

সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিনে নানাভাবে ১০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানালেও সীমান্তবর্তী এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা রোববার পর্যন্ত এ সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা বলছেন।

উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোববার রাতেও টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ক্যাম্পে প্রবেশ করতে দেখেছেন।

এসব রোহিঙ্গা যাতে স্থানীয়দের বাসা-বাড়িতে অবস্থান নিতে না পারেন সেজন্য এলাকাবাসীকে সর্তক করা হয়েছে বলেও জানান তিনি।

সীমান্ত সুরক্ষায় আরও কঠোর নজরদারীর দাবি জানিয়ে গফুর উদ্দিন বলেন, অন্যথায় আবারও ২০১৭ সালের মতো রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন