আগস্টে ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে ৪০ প্রযুক্তি কোম্পানি
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০
চলতি বছর আগস্টে প্রযুক্তি কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে কর্মী ছাঁটাই শুরু করেছে। এ মাসে ৪০টির অধিক কোম্পানি ২৭ হাজারের বেশি জনবল ছাঁটাই করেছে। এর মধ্যে ইন্টেল, আইবিএম, অ্যাপল ও সিসকোর মতো বড় নামও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ২০২৪ সালে এ পর্যন্ত ৪২২টি কোম্পানি থেকে ছাঁটাইয়ের কারণে প্রযুক্তিসংশ্লিষ্ট ১ লাখ ৩৬ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমস।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি সারা বিশ্বে অর্থনৈতিক চাপ, পরিবর্তিত বাজার পরিস্থিতি, ব্যবসায়িক কৌশল পরিবর্তন ও বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে মনোনিবেশ করার কারণে বড় কোম্পানিগুলো তাদের কর্মী এবং কার্যক্রম পুনর্মূল্যায়ন করছে। ফলে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে কোম্পানিগুলোয় ৩০ শতাংশ পর্যন্ত জনবল ছাঁটাই করা হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই