বাংলাদেশি ঠেকানোর যুদ্ধে নেমেছে ইতালির এক শহর
ইতালির মনফ্যালকন শহরের উপকণ্ঠে প্রখর রোদে বাংলাদেশের কিছু ছেলে ছোট পিচে ক্রিকেট প্র্যাকটিস করছে। এই জায়গাটি শহর থেকে দূরে, ট্রিস্ট বিমানবন্দরের কাছে। এই ছেলেগুলোর শহর থেকে দূরে এসে ক্রিকেট খেলার কারণ— শহরের মেয়র ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন।
কেউ নিষেধাজ্ঞা ভাঙার চেষ্টা করলে ১০০ ইউরো জরিমানা করা হবে।
দলের অধিনায়ক মিয়া বাপ্পী বলেন, আমরা যদি শহরের ভেতরে খেলতাম, এতক্ষণে পুলিশ এসে আমাদের থামিয়ে দিত। কিছু দিন আগে স্থানীয় একটি পার্কে ক্রিকেট খেলতে গিয়ে ধরা পড়ে বাংলাদেশের কয়েকজন যুবক। তারা জানত না যে, তাদের খেলা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এর জন্য পুলিশ তাদের জরিমানা করে।