ক্লাসরুমেই শুরু চুলোচুলি, পরপর লাথিও মারলেন তরুণী, প্রকাশ্যে ভিডিয়ো
স্কুল-কলেজে পড়ার সময় সহপাঠীদের সঙ্গে মতপার্থক্য অনেকেরই হয়েছে। সঠিক সময়ে সেই পার্থক্য ঘুচিয়ে নিয়ে টিম ওয়ার্কও হয়েছে। খুব বেশি হলে হয়তো কখনও কথা কাটাকাটি হয়েছে। এর থেকে বেশি কিছু নয়। তবে এবার কলেজ পড়ুয়াদের মধ্যে এক অপ্রীতিকর ছবি ভাইরাল হল ইন্টারনেটে। সেই ভিডিয়োতে রীতমতো চুলোচুলি করতে দেখা গেল দুই পড়ুয়াকে।
জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে (পূর্ববর্তী নাম টুইটার) 'ঘর কে কলেশ' নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, "কলেজের ক্লাসরুমে দুই পড়ুয়ার মধ্যে ঝামেলা।" এদিকে ভিডিয়োর শুরুতেই একটি ক্লাসরুমের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে দুই যুবতীকে চুলোচুলি করতে দেখা যাচ্ছে। আর তাঁদের থামাচ্ছেন অন্য এক পড়ুয়া। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক যুবতীর চুলের মুঠি ধরে টানছেন অপর জন। থেমে থাকেননি ওই তরুণীও। তিনি হাতের সামনে যা পেয়েছেন তা দিয়েই তরুণীকে আঘাত করেন।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল