মায়ের পিছনে বল নিয়ে ঘুরছে বাচ্চা হাতি, ভিডিয়ো দেখে মন গলল নেটিজেনদের
eisamay.com
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯
রোজ সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ভিডিয়ো আমাদের নজরে পড়ে। এর মধ্যে অনেক ভিডিয়ো দেখেই মনটা নিমেষে ভালো হয়ে যায়। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হল ইন্টারনেটে। সেখানে হাতিদের বল নিয়ে খেলতে দেখা গেল। এই ভিডিয়োই বেশ মিষ্টি লেগেছে অনেকের। আর তাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে লেক চেইলার্ট নামের অ্যাকাউন্ট থেকে হাতিদের একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, "ওয়ান মাই নিজের মায়ের সঙ্গে বল নিয়ে খেলার উপায় বের করছে।" ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এমন সময় বাইরে মাঠে একটি বাচ্চা হাতি। সঙ্গে তার মা। এদিকে বল শুঁড়ের গুঁতো দিয়ে তাকে বল নিয়ে খেলতে দেখা যাচ্ছে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল