গাজায় সাড়ে ৬ লাখ শিশু পাবে পোলিও টিকা
পোলিও মোকাবিলায় গাজায় ছয় লাখ ৪০ হাজার শিশুর জন্য টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইসরায়েলি বাহিনী ও হামাস সদস্যদের লড়াইয়ের কারণে কয়েক দফা পেছানোর পর টিকার প্রথমপর্বের কর্মসূচি শুরু হচ্ছে রোববার।
২৫ বছরের মধ্যে গাজায় প্রথম পোলিও শনাক্ত হওয়ার পর এই টিকা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, রোগটি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া না হলে পোলিওর আঞ্চলিক প্রাদুর্ভাব দেখা দিতে পারে।