টেস্টের তৃতীয় দিন যে লক্ষ্যে নামবে বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১০ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে থেকে সফরকারীরা আজ (রোববার) তৃতীয় দিনের খেলায় নামবে। আগেরদিন সফরকারী বাংলাদেশের কাজ সহজ করে দেন বোলাররা, তৃতীয় দিন সেই দায়িত্বটা পড়বে ব্যাটারদের ওপর। এ নিয়ে গতকাল (শনিবার) নিজেদের পরিকল্পনা জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 


সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই প্রতিনিধি বলেন, ‘আসলে লিড নেওয়াটা অনেক জরুরি। উইকেট যথেষ্ট স্পোর্টিং। বোলিং, ব্যাটিং দুইটাতেই সাহায্য পাওয়া যাচ্ছে। স্পিন, পেস দুই ধরনের বোলিংয়েই সাহায্য পেয়েছি আমরা। সেক্ষেত্রে ব্যাটারদের সেট হওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ব্যাট করতে পারি এবং ভালো একটা সংগ্রহ দাঁড় করাই, ফলাফল আমাদের পক্ষে আসবে ইনশা-আল্লাহ।’



এই টেস্টে পাকিস্তানের বোলিং বিভাগ খুব একটা অভিজ্ঞ নয়। প্রথম টেস্ট খেলা শাহিন আফ্রিদি ও নাসিম শাহ’র মতো পেসাররা আছেন বিশ্রামে। তবুও তাদের সামনে তাসকিন কৌশলী হয়ে ব্যাটিংয়ের পরামর্শ দিলেন সতীর্থদের, ‘তারা (পাকিস্তান) দারুণ বোলিং ইউনিট। অত দেখা হয়নি এখনও। প্রথম টেস্টে যা দেখলাম তারা বেশ ভালো বোলার। ব্যাটারদের বলব যে, নতুন বলটাকে পুরোনো বানিয়ে ফেলতে। তখনই সাহায্য পাওয়া যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও