গুজরাটে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

প্রথম আলো গুজরাট প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৭:০৯

বানভাসি গুজরাটকে ভাবাচ্ছে নতুন বিপর্যয়ের আশঙ্কা। যদিও ঘূর্ণিঝড় ‘আসনা’ গুজরাট উপকূল থেকে ক্রমশ আরব সাগরের পূর্ব প্রান্তে সরে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কচ্ছ, জামনগর, সৌরাষ্ট্র, দ্বারকা, পোরবন্দরের মতো পশ্চিম প্রান্তের জনপদে প্রচুর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।


চিন্তা এটাই। একেই গত পাঁচ দিনের প্রবল বর্ষণে গুজরাটের বিভিন্ন এলাকা প্লাবিত। পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি থেকে শুরু করে গাড়ি ও মানুষ। ইতিমধ্যেই মারা গেছে প্রায় ৪০ জন। প্রায় দেড় হাজার প্লাবিত মানুষকে উদ্ধার করা হয়েছে। দুই হাজার জনকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে। অবস্থার সামাল দিতে ডাকা হয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাড়তি আশঙ্কা বয়ে এনেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও